নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত ১৪ জুলাই থেকে রাজ্য সরকারের বনবিভাগের উদ্যোগে রাজ্য জুড়ে শুয়েছে বনমহোৎসব। এই কর্মসূচির অন্তর্গত এক সপ্তাপ ধরে চলছে অরণ্য সপ্তাহ। যার মাধ্যমে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাহায্যে গাছ লাগানো নিয়ে সচেতনা, বৃক্ষ রোপন, চারা গাছ বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছে বনদপ্তরগুলি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের বিধাননগর বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দুর্গাপুর বনদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী , বিধায়ক তথা এডিডিএ’র চেয়ারম্যান তাপস ব্যানার্জী , মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার , দুর্গাপুরের বনাধিকারিক বুদ্ধদেব মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি আদিবাসী নৃত্য পরিবেশিত হয় এবং স্কুল ছাত্রীরাও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন, শুধু গাছ লাগানো নয় , গাছকে রক্ষনাবেক্ষন করতে হবে। সভ্যতার বিকাশে বনভূমি কেটে ইমারত তৈরি হচ্ছে । তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ঠ হচ্ছে। তাই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দ্বিগুন হারে গাছ লাগানোর অঙ্গীকার নিয়েছে সরকার।