নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রানীগঞ্জে অবৈধ খনির জন্য যদি কেউ যদি দায়ী হয়ে থাকে তাহলে তিনি মমতা ব্যানার্জী। দুর্গাপুরে বিজেপি পরিচালিত দুর্গাপুজোর উদ্বোধনে এসে এমনই বেনজির ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুঙেন্দু অধিকারী।
তার দাবি, গত বছর আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের মাঠে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালী তিওয়ারির বস্ত্র বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল চার জনের। সেই ত্রুটির জন্য জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তৃণমূল। আর সম্প্রতি রানীগঞ্জের অবৈধ খোলা মুখ খনিতে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, জামুরিয়াতেও অবৈধ খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। রানীগঞ্জে অবৈধ খনির জন্য যদি কেউ যদি দায়ী হয়ে থাকে তাহলে তিনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বিরুদ্ধেও খুনের অভিযোগ দায়ের হওয়া দরকার। এমনকি খনি এলাকায় ফের প্যাড প্রথায় অবৈধ কয়লার সিন্ডিকেটের চালু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পাশাপশি তিনি একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলেও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “রেশন দুর্নীতির বাকিবুর রহমান একটি বড় খেলোয়াড়, তিনি শাসকদলের সৃষ্টি। বাকিবুর রহমানের ভাগ্নে আনিসুর রহমান দেগঙ্গা ব্লকের তৃণমূলের সভাপতি। দীঘার হোটেলে এমন কিছু বাকি নেই যে উনি করেননি। আগের খাদ্য মন্ত্রীর মেয়ের জন্মদিনে স্করপিও গাড়িও গিফট করেছিল। ফিরহাদ হাকিম আর দেবাশীষ সেন কোঅপারেটিভের জমি নিউ টাউনে দিয়েছে।” তার সব তথ্য আছে বলেও এদিন দাবি করেন বিরোধী দলনেতা। তিনি আরো দাবি করেন, মমতা ব্যানার্জীর দেউলিয়া সরকার এই পুলিশ কমিশনারেটকে ২৭ কোটি টাকা তুলে দেওয়ার দায়িত্ব দিয়েছে।
প্রসঙ্গত সোমবার বিকেলে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানেই সাংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নানা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।