নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মাস খানেক ধরে দুর্গাপুরে ডিএসপি’র উচ্ছেদ নোটিশের প্রতিবাদে আন্দোলন শুরু করেছে ডিএসপি’র জায়গায় বসবাসকারী বস্তিবাসীরা। তৈরি হয়েছে বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সোমবার সিটিসেন্টারের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন বস্তি রক্ষা কমিটির সদস্যরা। এদিন তামলা বস্তি, মেনগেট, কাদারোড সহ বিস্তীর্ণ এলাকার ডিএসপি জমিতে দীর্ঘদিন বসবাসকারী বাসিন্দারা প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা এদিন একটি স্মারকলিপীও প্রদান করেন মহকুমার শাসকের দপ্তরে।
প্রসঙ্গত জুলাই মাসের প্রথম সপ্তাহে দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের জন্য তাদের জমি অধিগ্রহণ করতে বেআইনি দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারি করেন। তারপর থেকেই পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় এলাকাবাসীরা।