নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে প্রতিবছর নানা সামাজিক উদ্যোগ নেয় শহর দুর্গাপুরের বেসরকারি সংস্থা কাজল ফিল্মস্। এবার তাদের অঙ্গীকার ছিল ক্যান্সার আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের। আর তাদের এই মহৎ উদ্যোগে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিল দুর্গাপুর আরাধনা কালচারাল অ্যাকাডেমি।
শুক্রবার কাজল ফিল্মসের সিটিসেন্টারের দপ্তরে আয়োজন করা হয়েছিল এই মহতি রক্তদান শিবিরের। যেখানে স্বেচ্ছায় ২১ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে আসানসোল সাবডিভিশনাল ব্লাড ব্যাঙ্ক সেন্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহ দেনে দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তবে এই প্রথমবার নয়, গত বছরও ক্যানসার আক্রান্তদের সহায়তায়, তাদের পাশে থেকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে চুলদান শিবির বা হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিল কাজল ফিল্মস্। শহরবাসীর কাছ থেকে সাড়াও মিলেছিল ভালো। বহু মহিলা, তরুণী এমনকি কিশোরীরও ক্যানসার রোগীদের মুখে হাসি ফোটাতে এই চুলদান শিবিরে অংশ নিয়ে নিজেদের চুল দান করেছিলেন।