eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে সপ্তাহ জুড়ে মহাসমারোহে রক্তদান শিবির

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে সপ্তাহ জুড়ে মহাসমারোহে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– অনুপ্রেরণা রক্তদান ইন্ডিয়া ও মারোয়ারী যুব মঞ্চ দুর্গাপুরের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় শহরের ২টি সুপার স্পেশালিটি (বিবেকানন্দ ও মিশন) হাসপাতালের ব্লাড সেন্টারে সপ্তাহ জুড়ে স্বতঃস্ফূর্ত ন্যানো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একদিকে গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন, অন্যদিকে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এবং থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তা ও আয়োজক সংগঠন। এই উদ্যোগে সাড়া দিয়ে সোম ও মঙ্গল ওই দুদিনে ৪জন মহিলা সহ মোট ১১ জন রক্তদান করেছেন। উদ্যোক্তাদের আশা সপ্তাহ জুড়ে চলা এই ন্যানো রক্তদান শিবিরে অন্তত ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন।

ডিজিটাল মাধ্যমে উদ্যোক্তাদের রক্তদানের আবেদন দেখে মেয়ে মৌপ্রিয়া রায়ের ( তৃতীয় শ্রেণির ছাত্রী) জন্মদিনে বিধাননগর হাউসিং কলোনীর বাসিন্দা সুমনা রায় এদিন বিবেকানন্দ হাসপাতালের রক্তদান শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি ডাঃ সুজিত সরকার এবং মারোয়ারী যুব মঞ্চ দুর্গাপুরের প্রতিনিধি দীপক কাজারিয়া।

উল্লেখ্য এই কর্মসূচিতে আগামী ১৮ তারিখ পর্যন্ত ২টি হাসপাতালে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা অবধি যে কেউ রক্তদান করতে পারবেন। প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা জ্ঞাপন করে সার্টিফিকেট প্রদান করছেন উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments