নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কথায় আছে ‘শুটকির নৌকায় বিড়াল পাহারাদার’। কিন্তু বাংলার প্রচলিত এই প্রবাদকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে ‘মিনি’। মিনি বিড়াল এবং সে মাছ পাহাড়া দেয়। শুটকি নয় মাছের দোকানের একেবারে তরতাজা মাছ। বিষ্ময়কর মনে হলেও ঘটনাটি সত্যি। এই মিনির দেখা মিলবে দুর্গাপুরের বেনাচিতি বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে মিনি প্রতিদিন এলাকার মাছ বিক্রেতা সুব্রত বনিকের মাছের দোকানের সামনে ঠায় বসে থাকে । এমনকি সুব্রতবাবু দোকান ছেড়ে কোথাও গেলে তার জায়গায় বসে পড়ে মিনি এবং কড়া নিরাপত্তা রক্ষীর মতো নজর রাখে মাছ ও দোকানের উপর। যার ফলে এলাকার কোনও বিড়াল, কুকুর সুব্রতবাবুর মাছের দোকানে দৃষ্টি নিক্ষেপ পর্যন্ত করে না। সুব্রতবাবু জানালেন ছোট থেকেই মিনি তাঁর কাছে রয়েছে তবে আজ পর্যন্ত কোনও দিন একটা মাছেও মুখ দেয়নি। সুব্রতবাবু ভালোবেসে মাছের কাটা-টাটা যা দেন তাই ভালোবেসে খায়। শুধু সুব্রতবাবু নয়, এলাকার অন্যান্য মাছ বিক্রেতাদেরও দাবি মিনি কখনও তাদের দোকান থেকে মাছ চুরি করে খায়নি। তবে ভালোবেসে মাছ বা কাটা দিলে লেজ নাড়াতে নাড়াতে খায়।
কথায় তো আছে বিড়াল নাকি ভণ্ড তপস্বী। মাছ দেখলেই তার সব তপস্যা ভণ্ডুল। কিন্তু এই মিনি তো রীতিমতো তপস্বী। দোকানের নানান মাছের সম্ভারেও তপস্বী মিনির ধ্যান ভঙ্গ হয় না। এরকম নির্লোভতা,সংযম তো মানুষের কাছেও ঈর্ষনীয়। তবে মিনির কাছ থেকে মানুষেরও কি কিছু শেখার আছে? প্রশ্নটা আছে, কিন্তু উত্তরটা…..