eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে এইমস সহ দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে কর্মশালা

দুর্গাপুরে এইমস সহ দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মশালা। প্রসঙ্গত কলকাতার পাশাপাশি জেলার বেসরকারি হাসপাতালগুলিতে আপদকালীন পরিষেবা উন্নতর করতে জেলায় জেলায় চলছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কর্মশালা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। এদিনের এই কর্মশালায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সের চিকিৎসকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে এক সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, হঠাৎ করে কোনো মানুষের জীবনে ছোট দুর্ঘটনা বড় বিপদের রূপ নিতে পারে। সময় মতো অভিজ্ঞ চিকিৎসক না থাকলে তার প্রাণহানিও ঘটতে পারে। তাই এই জীবনহানি রুখতে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন বেসরকারি হাসপাতালগুলির আপদকালীন পরিষেবাকে উন্নত করার পরিকল্পনা নিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments