নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দক্ষিণবঙ্গের শিল্পোন্নয়নের কথা মাথায় রেখে রাজ্যে সরকারের উদ্যোগে চলতি বছরের শেষে সিনার্জী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আসানসোলে। এই সম্মেলন দক্ষিণবঙ্গের শিল্পোদ্যোগীদের নতুন দিশা দেখাবে বলেই মনে করছে সরকার। আর এই সম্মেলন উপলক্ষ্যে দুর্গাপুরের সিটি সেন্টারের সার্কিট হাউসে স্থানীয় শিল্পপতিদের নিয়ে বুধবার একটি প্রস্তুতি বৈঠক হয়ে গল। প্রশাসনিকভাবে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুন প্রসাদ,দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চৌধুরী,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ প্রশাসনের বিশিষ্ঠ ব্যাক্তি ও শিল্প পতিরা। বৈঠকে বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি সহ বিভিন্ন শিল্পের কর্নধার ও আধিকারিকেরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। সেই সব সমস্যার কথা শুনে প্রশাসনিক স্তরে দ্রুত তার সমস্যার সমাধানের আশ্বাসও দেন প্রশাসনিক আধিকারিকরা।