নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– জীববৈচিত্র নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর ২২ মে দিনটি বিশ্ব জীববৈচিত্র দিবস হিসেবে পালিত হয়। পাশাপাশি এই দিনটিই বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মদিন। এদিন ছিল রাজা রাম মোহন রায়ের ২৫২ তম জন্মবর্ষিকী। তাই দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই দিনটি বিশেষভাবে পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এদিন একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি দেহদান চক্ষুদান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে ২৩ জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও আয়োজন করা হয়েছিল আলোচনা সভার। যেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শাখার পশ্চিম বর্ধমান জেলার জেলা সেক্রেটারি কল্লোল ঘোষ, সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর শাখার সম্পাদক প্রদ্যুৎ মুখার্জি সহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সদস্য প্রেরণা দত্ত।