নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– শিক্ষক দিবসে ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হল দুর্গাপুরের গোপালমাঠ উন্নয়ন সমিতির অডিটোরিয়াম হলে শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জির নেতৃত্বে। উপস্থিত ছিলেন এলাকার গুণীজন সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে গুণী শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় এদিন বলেন, “শিক্ষকরা হলেন সমাজের স্থপতি যারা এই সমাজকে কোনও প্রত্যাশা ছাড়ই গড়ে তোলেন। একজন শিক্ষকের কাজ শুধু বইয়ের জ্ঞান প্রদানই নয়, শিক্ষার্থীদের সামাজিক পরিস্থিতির সাথে পরিচিত করানোও। আমাদের দেশে শিক্ষকদের এই গুরুত্বকে যথাযথ স্থান দেওয়ার জন্য, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি নিজে একজন চমৎকার শিক্ষক ছিলেন, প্রচেষ্টা চালিয়েছিলেন। তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কারণে, ৫ ই সেপ্টেম্বর, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়।”
উলেখ্য ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির একজন সঞ্চালক, একজন প্রখ্যাত শিক্ষাবিদ, একজন মহান দার্শনিক এবং একজন ধর্মপ্রাণ হিন্দু চিন্তাবিদ। দেশের প্রতি তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে ১৯৫৪ সালে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত করে।