নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দেবী পক্ষ শুরু হয়ে গিয়েছে। মা উমা আসছেন, তাই দিকে দিকে সেই রব। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শিল্প শহর দুর্গাপুরও বাদ পড়েনি মায়ের আগমনী বার্তা থেকে। শহরে এখন চলছে মায়ের আগমনের প্রস্তুতি, চারিদিক সুসজ্জিত হয়ে উঠছে আলোক রোশনাইয়ে। তবে মায়ের এই আগমন বার্তার মধ্যেই শহরের স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে হাজির মা দুগ্গা। আবার এক নয় একাধিক দুর্গা। ভাবছেন তো ব্যাপারটা কি? আসলে মেক আপ শিল্পী সোমা চৌধুরীর উদ্যোগেই শহরের বস্তি এলাকা ও আশেপাশের গ্রামাঞ্চলের ছোট ছোট মেয়েরা মা দুর্গার রূপে এদিন হাজির হয়েছিল। কিন্তু কেন এই অভিনব উদ্যোগ?
সোমাদেবী জানান, বিগত বছর গুলিতে তিনি যখন পুজোর শ্যুটিং করতে গ্রামে গঞ্জে যেতেন, তিনি দেখতেন কি অপার বিস্ময়ে গ্রামের ছোট ছোট মেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে। সোমদেবীর মনে হয় ওদের মনের গোপনেও হয়তো ইচ্ছে হয় নানান সাজে সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে। ওদের মনের কথা পড়ে নিয়েই পুজোর ঠিক আগে আগে ওদের ইচ্ছে পূরণে উদ্যোগী হন সোমা এবং নেমে পড়েন কাজে। তাই দুর্গাপুরের আশেপাশের গ্রাম বা বস্তি এলাকার পিছিয়ে পড়া ছোট ছোট মেয়েদের নিয়ে এসে নিজের হাতে মায়ের রূপ ফুটিয়ে তোলেন ওদের মধ্যে। সাজিয়ে তোলেন অনন্য সাজে। এরপর নিজের স্টুডিওতে ‘আমিও দুর্গা’ ক্যাশনে একটি শ্যুটিং পোগ্রাম করেন তিনি। যেখানে অনন্য় সাজে ছোট ছোট দুর্গারা ক্যামেরার সামনে পোজ দেয় ও তাদেরও ছবি উঠে। গ্রামগঞ্জ- বস্তির ওই কিশোরীদের কাছে এদিন সোমাদেবী যেন স্বপ্ন পূরনের কাহিনী হয়ে উঠেছিলেন।