নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- আজ ১লা জনুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যের পাশাপাশি শিল্পাঞ্চল দুর্গাপুরেও সাড়ম্বরে পালিত হল দিনটি। এদিন র্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে তৃণমূলের ২৬ তম প্রতিষ্ঠা দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতা, কর্মী ও দলীয় সমর্থকরা। এর পাশাপাশি ক্লাব সমন্বয়ের কমিটি ও প্রাক্তন পৌরপিতা নিমাই গড়াইয়ের উদ্যোগে দলীয় কার্যালয়েই আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে রক্তদান করেন প্রায় ৫০ জন দাতা। রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। এছাড়া স্বাস্থ্য শিবিরের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল শহরের এক বেসরকারি হাসপাতাল। এমনকি এদিনের এই মহৎ উদ্যোগে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এদিনের অনুষ্ঠানে দুস্থদের মধ্যে শীত বস্ত্রও প্রদান করা হয়।
ভিরিঙ্গির ষষ্ঠীতলার দলীয় কার্যালয়ে এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনিন্দিতা মুখার্জী, ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি, লাভলি রায়, রমাপ্রসাদ হালদার, নিমাই গড়াই, অসীমা চক্রবর্তী, দেবাশীষ আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় সহ একাধিক দলীয় নেতৃত্বরা। তবে শুধু প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে নয় সারা বছর ধরেই দলের তরফে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা প্রাক্তন পৌরপিতা নিমাই গড়াই।