eaibanglai
Homeএই বাংলায়অভিনব উপায়ে দুর্গাপুরের প্রয়াত প্রবীণ সিপিএম নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন

অভিনব উপায়ে দুর্গাপুরের প্রয়াত প্রবীণ সিপিএম নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুস্থদের পাশে দাঁড়িয়ে ও সামাজিক নানা কর্মসূচির মাধ্যমে দুর্গাপুরের প্রাক্তন ইস্পাত কর্মী তথা প্রয়াত প্রবীণ সিপিএম নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করল তাঁর পরিবার ও দলীয় কর্মীরা। যা সাধারণের নজর কাড়ার পাশাপাশি নজিরও গড়ল।

প্রসঙ্গত গত ১ আগস্ট দুর্গাপুর (পূর্ব) বিধানসভার সিপিআই(এম) পার্টি সদস্য় রাম শঙ্কর দুবের হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনেই মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তাঁর সমগ্র জীবন ব্যয় করেছেন সমাজের নিপীড়িত,সর্বহারা শ্রেণীর জন্য।

গত ১২ তারিখ তাঁর ক্রিয়াকর্মের দিন দরিদ্রদের খাবার বিতরণের ব্যবস্থা করেন প্রয়াত প্রবীণ সিপিএম নেতার পরিবারের সদস্যরা। খাবার বিতরণের পাশাপাশি দুস্থদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ছাতা। গত ১৩ তারিখ তাঁর বাসভবনেই একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। যেখানে পরিবারের সদস্য সহ ১৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আর দুদিনের এই পুরো কর্মকাণ্ড সফল করতে পরিবারের পাশে থেকে সরবরকমভাবে সাহায্য় করে সিপিআই(এম)-এর আকবর রোড কমিটি।

উল্লেখ্য ১৯৬২ সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যোগদান করেন রাম শঙ্কর দুবে। তারপর অবিভক্ত ট্রেড ইউনিয়ন AITUC-তে যোগ দেন। ১৯৭২ সালে CITU-তে যোগ দেন এবং ১৯৭৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) র সদস্য হন। ১৯৭৫ সালে কংগ্রেস সরকার কর্তৃক দেশে জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে দুর্গাপুরে লড়াই করে তিনি গ্রেফতার হন অবং আসানসোল জেলে বন্দী হন। এই সময় তাঁর পরিবারকে নানা সমস্যায় পড়তে হয়। এছাড়া অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের জন্মলগ্ন থেকেই তার সদস্য ছিলেন তিনি । টানা পাঁচ বছর দুর্গাপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড সোসাইটি লিমিটেডের পরিচালকও ছিলেন তিনি । ৭০ ও ৮০ দশকে রাম নবমী উপলক্ষে আখড়া-মিছিলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রাম শঙ্কর দুবে। এমনকি প্রবীণ বয়সে করোনা মহামারীর সময়ও নিজে অক্ষম হয়েও সাধ্যমতো অসহায়দের সাহায্য় করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments