নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া হলেও অবসর সময়ে আলাদা কিছু করার ইচ্ছা বরাবর ছিল। আর সেই কিছু করার নেশাতেই সময় পেলেই রং তুলি নিয়ে বসে পড়ত বাঁকুড়ার উন্নয়নী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর বি-টেক সিভিল এর দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কুর সামন্ত। আর সেই আলাদা কিছু করতে গিয়েই স্বাধীনতা দিবসের দিনে সমাজের কাছে ধর্ম নিয়ে বিবাদ ভুলে সম্প্রীতির ডাক দিতে একটা ছোট্ট পোস্তর দানার ওপর রং আর তুলি দিয়ে দেশের জাতীয় পতাকা এঁকে ফেলল অঙ্কুর। হ্যাঁ, অবাক লাগলেও এমনই অসাধ্য সাধন করেছে বর্তমানে দুর্গাপুরে বসবাস করা বি-টেক পড়ুয়া অঙ্কুর সামন্ত। তার সঙ্গে কথা বলে জানা গেল বাঁকুড়া থেকে বি-টেক করলেও দুর্গাপুরেই বেশিরভাগ সময় থাকে অঙ্কুর। পড়ার ফাঁকে মাইক্রো আর্ট নিয়ে বহুদিন থেকেই আগ্রহ তার। এর আগে চাল, পেন্সিলের শিস, গাছের পাতা, চক ইত্যাদির জিনিসের ওপর আঁকাআঁকি করত সে। এইপ্রথম ছোট্ট পোস্ত দানার ওপর খালি চোখে দেশের জাতীয় পতাকা আঁকালো সে। প্রায় ২০ মিনিট সময় নিয়ে এই পতাকা এঁকেছে সে। অঙ্কুর জানিয়েছে, ভারতে মাইক্রো আর্টের সেরকম সুযোগই নেই। ভবিস্যতে দেশে মাইক্রো আর্টের প্রচলন হওয়ার ইচ্ছাপ্রকাশ করে অঙ্কুর। সেই সঙ্গে তার ইচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা।