eaibanglai
Homeএই বাংলায়' শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও' শীর্ষক পথসভা দুর্গাপুরে

‘ শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক পথসভা দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও। এমনই আহ্বান জানিয়ে এবং পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আগামী ৬ই জানয়ুারি শিলিগুড়িতে এবং ১০ই জানয়ুারি কলকাতা শহরে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ‘শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই জনসমাবেশকে সফল করতে সোমবার দুর্গাপুর নগর নিগমের অফিসের সামনে একটি পথ সভার আয়োজন করা হয় । এদিনের সভা থেকে পশ্চিম বঙ্গকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে , সুবর্ণমর্ণয়ী বঙ্গদেশ গঠন করতে এবং নিজেদেরও উত্তর প্রজন্মের স্বার্থে দুর্গাপুরবাসীকে তাঁদের ডাক দেওয়া জনসমাবেশগুলিতে যোগদান করার আহ্বান জানান শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সদস্যরা।

এই মঞ্চের অভিযোগ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজ বিভীষিকাময় অবস্থা। রাজ্যের গণতন্ত্রহত্যা থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি এবং জাতির মেরুদণ্ড তথা শিক্ষা-সংস্কৃতির পরিসরকে কর্দমাক্ত বধ্যভূমিতে পরিণত করেছে পূর্বতন বাম ও বর্তমান তৃণমূল রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করেছে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments