নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সাপের কামড়ে এক আদিবাসী ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। ঘটনার প্রতিবাদে সোমবার দুর্গাপুরের ফুলঝোড় সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
প্রসঙ্গত গত ৬ ডিসেম্বর আসানসোলের নিয়ামতপুরের বাসিন্দা তথা ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সিদ্ধান্ত মান্ডির সাপের কামড়ে মৃত্য়ু হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায় চলতি মাসের ১ তারিখ পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে খেলাধূলা করছিল ওই ছাত্র। সেই সময় তাকে সাপে কামড়ায়। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে বর্ধমান জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গত ৬ তারিখ মৃত্যু হয় তার।
অভিভাবকদের অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুলের নিজস্ব গাড়ি ও শিক্ষক শিক্ষিকাদের গাড়ি থাকা সত্ত্বেও বাইরে থেকে গাড়ি ভাড়া করে তারপর ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার ফলে অনেকটাই দেরি হয়ে যায় ও ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হয়। এছাড়াও ওই আদিবাসী আবাসিক বিদ্যালয়ের পরিকাঠামো ভেঙে পড়েছে বলে দাবি করেছেন অভিভাকরা। তাদের অভিযোগ বিদ্যালয় চত্বর ঝোপ জঙ্গলে ভরে গেছে, শ্রেণিকক্ষগুলিও অপরিস্কার অপরিছন্ন, ছাত্রীদের আবাসনে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, খাবার দাবার অত্যান্ত নিম্নমানের ইত্যাদি। অবিলম্বে বিদ্যালয়ের সমস্যাগুলির সমাধান করে উপযুক্ত পরিকাঠামো তৈরি করে আদিবাসী ছাত্রছাত্রীরা যাতে সুরক্ষিত ও সুষ্ঠুভাবে পড়াশুনা করতে পারে এদিন তার দাবি তোলেন অভিভাবকরা।