eaibanglai
Homeএই বাংলায়সুইডেনে গবেষণা করতে গিয়ে খুন দুর্গাপুরের মেয়ে

সুইডেনে গবেষণা করতে গিয়ে খুন দুর্গাপুরের মেয়ে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সুইডেনে গবেষণা করতে গিয়ে খুন হলেন দুর্গাপুরের এক মেধাবী ছাত্রী। শোকাহত পরিবার। দোষীদের শাস্তি ও মেয়ের দেহ দেশে ফিরিয়ে আনতে প্রধান মন্ত্রী ও বিদেশ মন্ত্রকের কাছে কাতর আবেদন বিধবা মায়ের।

মৃত ছাত্রীর নাম রোশনি দাস, বয়স ৩২ বছর। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো বিষয়ে পোস্ট ডক্টরেট করছিলেন। পিতৃহারা রোশনি তার বাবা-মার একমাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা যায় গত মাসের ২৯ তারিখ মায়ের সঙ্গে শেষ বার ফোনে যোগাযোগ করেছিলেন রোশনি এবং কিছু টাকা চেয়ে পাঠিয়েছিলেন। সেই মতো গত ৬ অক্টোবর টাকা পাঠান রোশনির মা। টাকা প্রাপ্তির কথা জানাননি রোশনি। এমনকি তার পর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। অবশেষে গত পরশু দুর্গাপুর থানা থেকে খবর আসে রোশনিকে খুন করা হয়েছে এবং ওই ঘটনার প্রেক্ষিতে সুইডেন পুলিশ সে দেশের এক নাগারিককে গ্রেফতারও করেছে। রোশনি সুইডেনে যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখান থেকেই তার দেহ উদ্ধার করে পুলিশ এবং বর্তমানে তার দেহ মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে দুর্গাপুরের এই মেধাবী মেয়েকে খুন করা হল সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে পরিবার।

জানা গেছে গত ১২ তারিখ সুইডেন দুতাবাস থেকে ভারতীয় দুতাবাসে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে দিল্লি এরপর কলকাতার ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। গত ১৩ তারিখ পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায় ছোট থেকে যথেষ্ট মেধাবী ছাত্রী ছিলেন রোশনি। দুর্গাপুরেই তার স্কুলিং, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজী অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেন তিনি। তার পর ২০১৮ সালে সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় গবেষণা করতে যান তিনি।

এদিকে একমাত্র সন্তানকে আচমকা হারিয়ে শোকস্তব্ধ ও দিশেহারা রোশনির বিধবা বৃদ্ধ মা। কি করে মেয়ের হঠাৎ মৃত্যু হল, কি করেই বা মেয়ের দেহ ফিরে পাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। রোশনির খুড়তুতো ভাই সুপ্রতীক দাস জানান দিদির দেহ ফিরে পেতে আপাতত বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার দ্বারস্থ হয়েছেন তারা। পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রধান মন্ত্রী ও বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন রোশনি দাসের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়াক ভারত সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments