সংবাদদাতা, দুর্গাপুর:- রাজ্য ও উত্তরপূর্ব রাজ্যগুলির ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জিতে জাতীয় নকআউট টুর্নামেন্টে এবার খেলার সুযোগ পেল সেন্ট জেভিয়ার্স স্কুল, দুর্গাপুরের দুই কিশোর। স্কুলটির বিগত ৬০ বছরের ইতিহাসে নজির গড়ল এই জয়, বলে স্কুলের তরফে জানানো হয়।
শহরের বিধাননগর এলাকার স্কুলটির ষষ্ঠ শ্রেণীর ছাত্র স্নেহেষ মজুমদার ও সপ্তম শ্রেণীর ছাত্র অধিরাজ মন্ডলের যুগলবন্দী কলকাতার লা মার্টিনিয়ার বয়েজকে হারিয়ে অনূর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে সেরার শিরোপা পেয়েছে। সেন্ট জেভিয়ার্স স্কুলের অধ্যক্ষ জেনিথ উইলিয়াম জানান, “ওরা এবার কর্নাটকের তুমকুরে জাতীয়স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে যাবে।” তিনদিনের জাতীয় প্রতিযোগিতাটি শুরু হবে ১৬ অগষ্ট।
দার্জিলিংয়ের জিমখানায় গতকাল শেষ হওয়া রাজ্য স্তরের প্রতিযোগিতাটিও ছিল তিনদিনের। অধিরাজের মতে, “খুব চ্যালেঞ্জিং ছিল ফাইনালটা। আমার পার্টনার স্নেহেষ যে ভাবে সহায়তা করেছে, তাতেই আমরা সহজেই লা মার্টিনিয়ারকে হারিয়ে দিতে পেরেছি।” আধিরাজের বাবা স্বরূপ মন্ডল এবং স্নেহেষের বাবা অসীম মজুমদার বলেন, “লেখাপড়ার পাশাপাশি দুজনেই ব্যাডমিন্টনের প্রতি বেশ আসক্ত। আমরাও ওদের সমানভাবে উৎসাহ দিয়ে থাকি। ওদের এই জয় শহরের সাথে সাথে আমাদেরও মন ভরিয়ে দিলো।”