eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক অলিম্পিয়াডে নজরকাড়া সাফল্য দুর্গাপুরের ছাত্রছাত্রীদের

আন্তর্জাতিক অলিম্পিয়াডে নজরকাড়া সাফল্য দুর্গাপুরের ছাত্রছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:– সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের বৃহত্তম অলিম্পিয়াড, আন্তর্জাতিক অলিম্পিয়াড ২০২২-২৩-এর নজর কাড়া সাফল্য পেল দুর্গাপুরের ছাত্র ছাত্রীরা। ডিএভি মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী শতাব্দী দাশগুপ্ত এবং হেম শীলা মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইন্দ্রাশীষ দত্ত, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তৃতীয় স্থান অর্জন করেছে হেমশীলা মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র সৈকত দেবনাথ।

আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে অংশ নেওয়া দেশের সফল পড়ুয়াদের দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে শহরের এই পড়ুয়াদেরও সংবর্ধিত করা হয়। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করা শতাব্দী দাশগুপ্তকে ৫০০০০ টাকা, স্বর্ণপদক এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ইন্দ্রাশীষ দত্তকে স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করা
হয়। এবং গণিত অলিম্পিয়াডে তৃতীয় স্থান অধিকারী সৈকত দেবনাথকে ব্রোঞ্জ পদক ও শংসাপত্র প্রদান করা হয়।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি দীপক মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পল্লী, কর্নেল কমান্ড্যান্ট প্রফেসর ডঃ রাজেন্দ্র কুমার আনায়াথ, দীনবন্ধু ছোটুরাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস-চ্যান্সেলর মুর্থাল সোনেপত, দ্য ইনস্টিটিউট অফ কোম্পানির চেয়ারম্যান মনীশ গুপ্ত, অ্যাপিয়ানস সফটওয়্যার প্রাইভেট লিমিটেড,বেঙ্গালুরুর সিইও এবং প্রতিষ্ঠাতা আর.কে. রবি।

উল্লেখ্য, সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন সাতটি অলিম্পিয়াড পরীক্ষা পরিচালনা করে যার মধ্যে রয়েছে – জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় সাইবার অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড, আন্তর্জাতিক জেনারেল নলেজ অলিম্পিয়াড, আন্তর্জাতিক কমার্স অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক সোশ্যাল স্টাডিজ অলিম্পিয়াড।

শহরের এই পড়ুয়াদের নজরকাড়া সাফল্যে রীতিমতো গর্বিত শহরবাসীও। এই পড়ুয়াদের সাফল্য আগামীদিনে শহরের অন্যান্য পড়ুয়াদের অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন শহরের বুদ্ধিজীবী মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments