নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে নাম না করে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষা দুর্নীতি চক্রের সঙ্গে ভাইপো র্যাকেট জড়িত বলেও দাবি করেন তিনি। শিক্ষা দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ প্রসঙ্গে এনে তিনি বলেন এই চক্রের সাথে জড়িত ভাইপো র্যাকেট। পাশাপাশি রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন জেলে বসে পার্থ চট্টোপাধ্যায়কে বেলের মোরব্বা খাওয়ানো হচ্ছে, চোর কেষ্টকে দশমীর দিন দিন খাওয়ানো হচ্ছে পাঁঠার মাংস। চুল দাড়ি কেটে এমনভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে না এরা চোর। মনে হচ্ছে এরা কারো বাড়ির জামাই। এদের অন্য রাজ্যে নিয়ে যেতে হবে। শারীরিক অত্যাচার নয় পুলিশি হেফাজতে রাখলেই মুখ খুলে দেবে।
প্রসঙ্গত এদিন দুর্গাপুরে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধীদলনেতা। আর সেখানেই তৃণমূল নেতা ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি।