eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহিলা রোগীর পেট থেকে বেরোল প্রায় ২০ কেজি ওজনের টিউমার

দুর্গাপুরে মহিলা রোগীর পেট থেকে বেরোল প্রায় ২০ কেজি ওজনের টিউমার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিরল অস্ত্রোপচার করে সফলতা পেলেন দুর্গাপুরের সিটিসেন্টারের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচার করে মহিলা রোগীর পেট থেকে বিশাল আকৃতির টিউমার বের করা হয়। যার ওজন প্রায় ২০ কেজি।

ঘটনা সূত্রে জানা যায় দুর্গাপুরের আইকিউ সিটি আবাসনের বাসিন্দা বছর পঞ্চাশের নিরু আগরওয়াল বেশ কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। সিটিসেন্টারের লাইফ কেয়ার হসপিটালের গাইনোকোলজিস্ট চিকিৎসক ইশা সুদ্রানিয়ার কাছে তিনি চিকিৎসা করাতে যান । বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মহিলার ডিম্বাশয়ে টিউমার রয়েছে এবং সেটি অস্ত্রোপচার করতে হবে । সেই মতো চিকিৎসক ইশা সুদ্রানিয়ার তত্ত্বাবধানে লাইফ কেয়ার হাসপাতালে ওই মহিলার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় । অস্ত্রোপচার করে বের করা হয় ডিম্বাশ-এ থাকা বিশাল আকৃতির টিউমার। টিউমারটির ওজন আনুমানিক ২০ কেজি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অস্ত্রোপচারের পর মহিলা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ধরনের অস্ত্রোপচার বেশ জটিল ও বিরল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের হাসপাতাগুলির মধ্যেও এই ধরণের জটিল অস্ত্রোপচারের ঘটনাও বিরল বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments