eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে রোগীর পেট থেকে বেরোল প্রায় পাঁচ কেজির টিউমার

দুর্গাপুরে রোগীর পেট থেকে বেরোল প্রায় পাঁচ কেজির টিউমার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– প্রায় পাঁচ কেজি ওজনের টিউমারের সফল অস্ত্রোপচার করে রীতিমতো নজির গড়লেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। এই ঘটনা রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিকেও রীতিমতো হার মানায়।

জানা গেছে প্রায় তিন বছর ধরে তলপেটে টিউমারের সমস্যায় ভুগছিলেন হুগলির গুরাপের এক আদিবাসী মহিলা শেফালী টুডু। প্রায় সপ্তাহ দুয়েক আগে তিনি চিকিৎসা করাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন ও চিকিৎসকদের দ্বারস্থ হন। চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। জটিল অস্ত্রোপচার হলেও পিছপা হননি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। পাঁচজনের চিকিৎসকের একটি দল গঠন করে শুরু হয় তার চিকিৎসরা।

প্রথমে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করে তার শরীরে রক্তের সংকট মেটাতে প্রায় চার বোতল রক্ত দেওয়া হয়। এরপর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করে অস্ত্রোপচার করা হয়। পাঁচ জনের চিকিৎসকদের একটি দল প্রায় দেড় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন ও মহিলার পেট থেকে প্রায় পাঁচ কেজির একটি টিউমার বের করেন। অস্ত্রোপচারের পর বর্তমানে মহিলা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই অস্ত্রোপচারের বিষয়ে হাসপাতালের এক চিকিৎসক ডাঃ সন্দীপ মন্ডল বলেন, খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন ওই মহিলা। মহকুমা হাসপাতালে এই ধরনের জটিল অস্ত্রোপচার খুব কমই হয়। তারপরও চিকিৎসকরা ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করেন ও সফল হন। অন্যদিকে হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা সবসময়ই তৎপর। এই সফল অস্ত্রোপচারের ঘটনা তা আরও একবার প্রমান করল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments