eaibanglai
Homeএই বাংলায়সদ্যোজাতের বিরল ও জটিল অস্ত্রোপচার করে নজির দুর্গাপুরের হাসপাতালের

সদ্যোজাতের বিরল ও জটিল অস্ত্রোপচার করে নজির দুর্গাপুরের হাসপাতালের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সদ্যোজাতের বিরল রোগের জটিল সফল অস্ত্রোপচার করে নজির গড়ল দুর্গাপুরের শোভাপুরে অবস্থিত বেসরকারি মেডিক্যাল কলেজ ও হসপিটাল। আর এই ব্যয়বহুল চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ যোগালো স্বাস্থ্যসাথী কার্ড।

ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বাসিন্দা নবীন কুমার ঠাকুরের স্ত্রী কিরণ ঠাকুর সম্প্রতি রানীগঞ্জের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরই চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটি দীর্ঘজীবি হবে না কারণ সে বিরল রোগ এনসেফালোসেলে আক্রান্ত। এই রোগে মস্তিষ্ক এবং ঝিল্লির একটি অংশ সম্প্রসারিত হয়ে মাথার পেছনের অংশে ফুলে যায় যার সংযোগ থাকে খুলির সঙ্গে। সময় মতো অস্ত্রোপচার না-করালে যেকোনও সময় বিরাট আকারের এই ফোলা অংশটি ফেটে মৃত্যু হতে পারে রোগীর। এই রোগের চিরিৎসা ও অস্ত্রোপচার দুই ব্যয়বহুল। এদিকে নবীন কুমার ঠাকুরের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় সন্তানের চিকিৎসা কিভাবে করাবেন ভেবে পাচ্ছিলেন না। সেই সময় এক প্রতিবেশীর পরামর্শে শোভাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসক চন্দ্রশেখর সিং-এর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা করতে রাজি হয়ে যান ও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় সফল হয় অস্ত্রোপচার। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি। শনিনাবর শিশুটিকে তার অভিভাবকের হাতে তুলে দেন চিকিৎসক।

অন্যদিকে নবীন কুমার ঠাকুর জানান এই চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাঁদের এক পয়সাও খরচ হয়নি। তাঁর স্ত্রী আসানসোলের বাসিন্দা হওয়ায় স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার। আর এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই পুরো চিকিৎসা প্রক্রিয়া চালায় হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments