নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অবাঙালি হিন্দিভাষীদের বড় উৎসবগুলির মধ্যে অন্যতম ছট পুজো। এই ছট পুজোর আরাধ্য দেবতা সূর্যদেব। আর এই সূর্য দেবের আরাধনার জন্য উদ্যোগী হন দুর্গাপুর শহরের বেসকিছু স্বেচ্ছাসেবী মানুষজন। গত কয়েক মাস ধরে দুর্গাপুর শহরের দামোদর নদের পশ্চিম প্রান্তে বিসর্জন ঘাটে একটি সুন্দর সূর্য মন্দির গড়ে তোলার কাজ শুরু করেন তাঁরা। দিন কয়েক বাদেই ছট পুজো । তার তাগেই সম্পূর্ণ হয়েছে মন্দির তৈরির কাজ। বুধবার বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হল এই সূর্য মন্দিরের। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে হোম ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ পুরোহিত ট্রস্টের ৫১ জন পুরোহিত এদিন দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞানুষ্ঠান করেন।
জানা গেছে এই মন্দির নির্মাণের মূল কারিগর দুর্গাপুরের অমিতাভ ব্যানার্জী, সুমন শর্মা, চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়, সীমা ও ভারত শর্মা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ বিশিষ্টজনেরা। শহরের হিন্দু ধর্মপ্রাণ মানুষজন এই মন্দির নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।