নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে সাফাই অভিযানে সামিল হল সিআরপিএফ জওয়ানরা। শনিবার ১৬৯ নম্বর ব্যাটালিয়ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাফাই অভিযান চালায়। হাসপাতাল চত্ত্বরে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিস্কারের পাশাপাশি হাসপাতালের স্যানিটেশন কর্মী, ভর্তি রোগী এবং রোগীর পরিচর্যাকারীদের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনও করেন তারা। একইসঙ্গে স্থানীয় লোকজনকেও স্বচ্ছতা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।
এদিনের সাফাই অভিযানে উপস্থিত ছিলেন, সিআরপিএফ ১৬৯ নম্বর ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা, সহকারী কমান্ড্যান্ট আনিস কুমার সিনহা, উপ ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী, সাব ইন্সপেক্টর প্রমোদ সিং এবং অন্যান্য জওয়ানরা।
প্রসঙ্গত ২০১৪ সালে ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেন এবং ওই বছর ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। তারপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে স্বচ্ছ ভারত মিশন। বছরভর নানা কর্মসূচির মাধ্যমে স্বচ্ছতা নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন থেকে প্রতিষ্ঠান।