eaibanglai
Homeএই বাংলায়মৌমাছির কামড়ে মৃত প্রধান শিক্ষকের দেহে হাজার হূল

মৌমাছির কামড়ে মৃত প্রধান শিক্ষকের দেহে হাজার হূল

বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর:- মৌমাছির কামড়ে শেষ পর্যন্ত মারাই গেলেন দুর্গাপুরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। শুক্রবার শহরের সিটিসেন্টারের এক বেসরকারি হাসপাতালে।

গত রবিবার সন্ধ্যায় একঝাঁক মৌমাছির পাল্লায় পড়েন সপুত্র নির্মল দত্ত নামের ওই প্রাক্তন শিক্ষক। শহরের ইস্পাত নগরীর অশোক এভিনিউ এলাকায়। তিনি তার স্কুটারে ছেলেকে টিউশন পড়াতে নিয়ে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে। ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণে দিশাহারা নির্মল গাড়ি থেকে পড়ে যান। তার পুত্রকেও গুটিকয়েক মৌমাছি কামড়ায়, যদিও, তার অসুস্থতা গুরুতর পর্যায়ে যায়নি।

বাড়ি আনার পর তার অবস্থার অবনতি হতে থাকে। শুরু হয় শ্বাস কষ্ট, ঘনঘন সংজ্ঞাহীন হয়ে পড়লে, তাকে হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাঁচ দিনের যমে মানুষে টানাটানির পর এদিন সকালে তিনি প্রয়াত হলেন। হাসপাতালের চিকিৎসকেরা তার শরীর থেকে মোট আটশো নব্বইটি হূল নিস্কাশ করেন।

বাষট্টি বছরের নির্মল দত্ত দুবছর আগে শহরের আর ই মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসরের পর ধান্ডাবাগ এলাকার সুকান্তপল্লীতে বাড়ি করে বসবাস করছিলেন। তার আগে তিনি বেনাচিতি হাই স্কুলের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এদিন প্রয়াত শিক্ষকের প্রাক্তন সহকর্মী ও বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা তার মরদেহে পুস্পার্ঘ নিবেদন করে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments