নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ ৫ই সেপ্টেম্বর দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। স্কুলে স্কুলে ছাত্র ছাত্রীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। এদিন দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়েও পালিত হল শিক্ষক দিবস। ছাত্র ছাত্রীরা নিজেরা অনুষ্ঠান আয়োজন করেছিল। প্রথমে রাধাকৃষ্ণনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তারপর শিক্ষিকা মানসী দাস শিক্ষক দিবসের উপর বক্তব্য রাখেন। শিক্ষক চিরঞ্জিত ধীবর ছাত্র ছাত্রী দের উদ্দেশ্যে শিক্ষক দিবসে গুরুর গুরুত্ব ব্যাখা করেন। এরপর ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা সন্ধ্যা সরকার ,মানসী কুন্ডু ,শর্মিষ্ঠা ঘোষ,মনীষা মোদক,চিরঞ্জিত ধীবর। স্কুলের ইনচার্জ গৌতম ব্য়ানার্জীর দুর্ঘটনায় হাত ভেঙ্গে যাওযায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তার সুস্থতা কামনা করে ছাত্রছাত্রীরা।
