নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের কোকওভেন থানার অন্তর্গত স্টেশন রোডে দুর্গাপুর বাজারের একটি নামী কাপড়ের দোকানে চুরির ঘটনায় এবার পুলিশ কুকুর এনে তদন্ত শুরু করল পুলিশ। প্রসঙ্গত গত মঙ্গলবার ভোররাতে ওই দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার জুড়ে। বাজারের ব্যবসায়ীরা দাবি করেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাজারের ব্যবসায়ীরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ভবেশ দাস বলেন, “এর আগেও দুর্গাপুর বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে কিন্তু তার কোনো কিনারা এখনো করতে পারেনি পুলিশ।”
অন্যদিকে মঙ্গলবারই ঘটনা স্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে কোকওভেন থানার পুলিশ। এরপর বুধবার বিকেলে ফের পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালায় দোকান ও দোকান সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন কুকুর নিয়ে তল্লাশির সময় দুষ্কৃতীদের একটি জ্যাকেট উদ্ধার হয়। পাশাপাশি দোকানের সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দোকানের ছাদ দিয়ে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করেছিল। যদিও পুরো বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি ওই কাপড়ের দোকানের মালিক।