নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে মদ বিক্রির প্রতিবাদ করায় বাম যুব নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের ইস্পাত নগরীর নতুন পল্লী এলাকার। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অভিযোগ এদিন সকালে শাসক দলের কয়েকজন স্থানীয় নেতার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা লাঠি সোটা নিয়ে স্থানীয় বাম যুব সংগঠনের নেতা মোহন পাশওয়ানের বাড়িতে হামলা চালায়। ঘরের সমস্ত আসবাব পত্র তছনছ করে ভেঙে ফেলা হয়।
জানা গেছে দিন দুয়েক আগে পাড়ার এক মদ বিক্রেতার দোকানে গিয়ে মদ বিক্রির প্রতিবাদ জানান মোহন। স্থানীয় মহিলাদের আবেদনে সাড়া দিয়ে ও তাদের সঙ্গে নিয়েই ওই দিন প্রতিবাদে সরব হয়েছিলেন মোহন। তখনকার মতো মদ বিক্রি বন্ধের কথাও জানান ওই বিক্রেতা। অভিযোগ এরপরই ওই বিক্রেতা স্থানীয় তৃণমূল নেতাদের দ্বারস্থ হন ও তার জেরেই তৃমমূলের গুণ্ডাবাহিনী এদিন হামলা চালায় মোহনের বাড়িতে।
এদিকে ওই ঘটনার পরই প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বড়োসড়ো আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনাটির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।