নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে নির্যাতিতা এক নাবালিকার পরিবারকে ধর্ষণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে এক যুব তৃণমূল নেতাকে বহিষ্কার করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেবাংশু রায় নামে ওই যুব নেতা দুর্গাপুরের ১নম্বর ব্লকের তৃণমূলের যুব সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন। এদিন দুর্গাপুরের ১নং ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দেবাংশু রায়কে বহিষ্কার করার কথা ঘোষণা করেন ব্লক সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন নিরপেক্ষ তদন্তের জন্যই উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো দল থেকে দেবাংশু রায়কে সাসপেন্ড করা হলো।
প্রসঙ্গত এক নাবালিকা প্রেমিকাকে বাড়ি নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মী যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। অন্যদিকে অভিযোগ পেয়েই তৎপরতা দেখায় পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে। অভিযোগ এরপরই যুব তৃণমূল নেতা দেবাংশু রায় নির্যাতিতার পরিবারের উপর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। বিষয়টি জানতে পেরেই ওই যুব নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় দল।
অন্যদিকে এদিনই নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার ও সব রকম সহযোগীতার আশ্বাস দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন মন্ত্রী বলেন, দল এই ধরণের ঘটনাকে কখনই সমর্থন করেনা। তাই উচ্চ নেতৃত্বের নির্দেশেই ওই যুব নেতাকে বহিষ্কার করা হয়েছে।