নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে যখন নানা অশান্তি ও হিংসার খবর সামনে আসছে তখন দুর্গাপুরে শান্তিতেই চলছেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচি। গত পাঁচদিন ধরে দুর্গাপুর মহকুমায় শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা করছেন শাসক ও বিরোধীরা। বুধবার মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনে দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের দপ্তরে বাম প্রার্থীরা জেলা পরিষদের মোট দশটা আসনে একসঙ্গে মনোনয়ন জমা করেন। আর বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আসনে তৃণমূলের চার হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেলা পরিষদের দুটি আসনে তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা করেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুজিত মুখার্জি ও চুমকি মুখার্জি। পাণ্ডবেশ্বর ব্লক থেকে জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তীর স্ত্রী অনুভা চক্রবর্তী ও আরেকটি আসনে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী সমিতি মণ্ডল।