eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বাড়ি দখল করে পার্টি অফিস করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্গাপুরে বাড়ি দখল করে পার্টি অফিস করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে বাড়ি দখল করে পার্টিঅফিস করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের ১৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মহল্লা এলাকার। এখানকার তৃণমূল পরিচালিত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চর কার্যালয় ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

জানা গেছে তৃণমূল পরিচালিত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চর কর্মীরা গত বিধানসভা নির্বাচনের কার্যকলাপের জন্য মসজিদ মহল্লা এলাকায় যশবন্ত প্রসাদ নামের এক ব্যক্তির বাড়ি নিয়েছিলেন অস্থায়ী কার্যালয় করার জন্য। অভিযোগ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরত দেওয়া তো হয়নি উল্টে চলতি বছরে ওই বাড়ির চতুর্দিকে তৃণমূলের পতাকা ব্যানার আর বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চর বোর্ড লাগিয়ে দেওয়া হয়।

যশবন্ত প্রসাদের ছেলে কুলদীপ সাউ জানান, বাড়ি দখল মুক্ত করার জন্য তৃণমূলের কর্মীদের বলতে গেলে উল্টে তাদের হুমকি দেওয়া এবং হেনস্থা করা হয়। এরপর দুর্গাপুর থানার দ্বারস্থ হন তারা। কিন্তু অভিযোগ তাতে কোনোও কাজ হয়নি। এমনকি খোদ পুলিশ কমিশনার এবং জেলা শাসকের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছেন কুলদীপ।

অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ১৭ নম্বর ওয়ার্ডের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি মহাম্মদ নিশান আহমেদ। তার দাবি ওই বাড়িটি তৃণমূল সংখ্যালঘু বুদ্ধিজীবীর মঞ্চর নামেই রয়েছে এবং দীর্ঘদিন ধরে কার্যালয়েটি রয়েছে। কুলদীপ সাউ এবং তার বাবা যশবন্ত প্রসাদ বিজেপির ছত্রছায়ায় থেকে তৃণমূলের নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে। এর পাশাপাশি ব্লকের তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জিও দাবি করেন ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চর কার্যালয় রয়েছে। এমনকি বিষয়টি নিয়ে সঠিক তদন্তেরও দাবি জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments