নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সকাল সকাল বিজেপি মহিলা কর্মীর হাতে জুতো পেটা খাচ্ছেন এক তৃণমূল কর্মী। তাও আবার একেবার জনসমক্ষে। এমনই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এদিন সকালে উপস্থিত যাত্রীরা। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে জিআরপি ও আরপিএফ কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা সূত্রে জানা জানা যায় এদিন ধর্মতলায় অমিত শাহের সভায় যাওয়ার জন্য স্পেশাল ট্রেন ধরতে অন্যান্য বিজেপি কর্মীদের সঙ্গে রীনাগঞ্জ থেকে দুর্গাপুরে এসেছিলেন ওই মহিলা। সেই সময় প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দেখে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন তিনি এবং পায়ের জুতো খুলে ওই ব্যক্তিকে মারতে শুরু করেন। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে যান জিআরপি ও আরপিএফ কর্মীরা এবং ওই ব্যক্তিকে মহিলার হাত থেকে উদ্ধার করে নিয়ে যান।
মহিলার অভিযোগ ওই ব্যক্তি বছর তিনকে আগে ডাকঘরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ও আরও কয়েক জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। কিন্তু তারপর চাকরিও হয়নি আবার টাকাও ফেরৎ পাননি। পরে ফোনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি তার নম্বরটি ব্লক করে দেন বলেও অভিযোগ।
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি অবনী মণ্ডল নিজেকে দুর্গাপুরের বাসিন্দা ও তৃণমূল কর্মী হিসেবে দাবি করেছন। তার পাল্টা দাবি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, তিনি কোনো প্রতারণার সঙ্গে জড়িত নন।
সব মিলিয়ে বুধবার সকালে দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম যেন রঙ্গমঞ্চে পরিণত হয়, আর সাধারণ যাত্রীরা ছিলেন দর্শকের ভূমিকায়। দর্শকদের অনেকে আবার রঙ্গমঞ্চের নাটক তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন।