নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরবাসীদের জন্য সুখবর। ভ্রমণপ্রেমী ও সমুদ্র প্রেমী শিল্পাঞ্চলের পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ নিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। দুর্গাপুর থেকে চালু হল দীঘাগামী নতুন বাস পরিষেবা।
সোমবার সিটিসেন্টার থেকে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিক ও একাধিক বিশিষ্ট ব্য়ক্তিবর্গ।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এই বাস পরিষেবার। প্রতিদিন রাত ৮টা সময় দুর্গাপুর থেকে ছেড়ে পরদিন সকালে দীঘায় পৌঁছে যাবে বাস। অতি স্বল্প ব্যয়ে শিল্পাঞ্চলের ভ্রমণপিপাসু পর্যটকরা এই বাসে করে দীঘা ভ্রমণে যেতে পারবে বলে আশাবাদী মন্ত্রী প্রদীপ মজুমদার।