নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম সেরা বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম উর্বশী সার্বজনীনের দুর্গাপুজো। সোমবার গুরুপুর্নিমার দিন শহরের এই অন্যতম সেরা দুর্গাওৎসবের সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে। এবার এই পুজো ২০ তম বর্ষে পদার্পন করল।
থিমের অভিনবত্বের জন্য প্রতিবছর শহরবাসীর নজর কাড়ে এই পুজো। এবারে মায়াপুর ইস্কনের সুবিশাল চন্দ্রোদয় মন্দিরের আদলে গড়ে তোলা হবে পূজা মণ্ডপ। এই মন্দির বিশ্বের দ্বিতীয় উচ্চতম ধর্মস্থান। থিম অনুযায়ী থাকবে আলোক সজ্জা। দুর্গাপুরের অনিমা ডেকোরেটর্স এবারে উর্বশী সার্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তুলছে। এবারে উর্বশী সার্বজনীনের পুজোর বাজেট ১৮ থেকে ২০ লক্ষ টাকা। প্রতিবারের মতো এবারের তাদের মণ্ডপ সজ্জা শহরবাসীর মন জয় করবে বলেই আশা উদ্যোক্তাদের