eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণ

দুর্গাপুরে মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার ভরসন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্গাপুরের এক মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিল্প শহরে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে দুর্গাপুরের পলাশডিহাতে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রে কর্মরত মায়াবাজারের বাসিন্দা ওই তরুণী। সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি ফেরার সময় আচমকা একটি বোলেরো গাড়িতে করে এসে বেশ কয়েকজন ব্যক্তি ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জোর করে ওই মহিলা কর্মীকে গাড়িতে তোলা হয় ৷ বিষয়টি নজরে আসতেই বেশ কয়েকজন স্থানীয় যুবক বাইক নিয়ে ওই গাড়িটিকে ধাওয়ায় করে ৷ কিন্তু প্রচন্ড গতিতে থাকা ওই গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেয় অপহরণকারীরা ।

অ্যদিকে অপহরণের খবর পেয়েই তৎপরতা শুরু করে দেয় পুলিশ। সমস্ত থানায় খবর দেওয়ার পাশাপাশি শহর জুড়ে শুরু হয় নাকা চেকিং। অবশেষে পুলিশি তৎপরতায় অপহরণের ঘটনার প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই ওই তরুণী তথ্য প্রযুক্তি কর্মীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু কোথা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়, তা তদন্তের স্বার্থে জানাতে চায়নি পুলিশ।

দুর্গাপুরের এসিপি তথাগত পাণ্ডে জানান, ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণের ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত, তার খোঁজ শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments