নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে প্রৌঢ়া অপহরণ কাণ্ডে ধৃত ১৪ জনকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাল পুলিশ। অভিযোগ আর্থিক প্রতারণার শিকার হয়ে ছেলেকে অপহরণ করতে গিয়ে তাকে না পেয়ে তার প্রৌঢ়া মাকে গতকাল অপহরণ করে প্রতারিতরা।
প্রসঙ্গত গতকাল দুপুরে দুর্গাপুরের পলাশডিহায় বাপন মজুমদার নামে এক যুবকের মাকে বাড়ি থেকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় বেশ কয়েকজন পুরুষ ও মহিলা। প্রতিবেশীদের দাবি দুটি বোলেরো গাড়িতে করে এসেছিল অপহরণকারীরা এবং কিছু বুঝে ওঠার আগেই বাপন মজুমদারের মাকে জোর করে গাড়িতে তুলে নিমেষের মধ্যে চম্পট দেয় অপহরণকারীরা। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে এবং পুলিশ তৎপরতা শুরু করে দেয়। সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়। এরপরই অপহরণের প্রায় ঘণ্টা দুয়েক বাদে মুর্শিদাবাদের সালারে অপহরণকারীদের গাড়ি দুটি আটক করে পুলিশ । উদ্ধার করা হয় অপহৃত মহিলাকে। পরে দুর্গাপুর থেকে পুলিশের একটি দল অপহরণকারীদের গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পলাশডিহার বাসিন্দা বাপন মজুমদার দামোদর ভ্যালি কর্পোরেশন ও কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে মুর্শিদাবাদের বেশ কয়েক জনের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতায়। চাকরি না হওয়ায় ওই টাকা ফেরৎ চেয়েও কোনও কাজ না হওয়ায় অবশেষে বাপন মজুমদারকে অপহরণের ছক কষে প্রতারিতরা। কিন্তু অপহরণের সময় বাড়িতে ওই যুবক উপস্থিত না থাকায় তার মাকে অপহরণ করে তারা।
কিন্তু শুধুই কি আর্থিক প্রতারণার শিকার হয়ে অপহরণের ছক নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।