নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে মহিলাদের আন্দোলনের জেরে ব্যাহত কারখানার উৎপাদন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি আন্দোলনরত মহিলাদের। ঘটনা কাঁকসার বাঁশকোপা এলাকার।
বাঁশকোপা গ্রামের মহিলাদের অভিযোগ গ্রাম সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা থেকে রাত দিন দূষণ ছড়াচ্ছে। কারখানার কালো বিষাক্ত ছাইয়ে ঢেকেছে পুরো গ্রাম। গাছপালা, বাড়িঘরদোর, চাষের জমি থেকে পুকুরের জল- ছাইয়ে ঢেকেছে সবকিছু। যার জেরে একদিকে যেমন ফসল নষ্ট হচ্ছে, মাছ মরে যাচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, বাড়ি ঘর ছাইয়ে ঢেকে যাচ্ছে অন্যদিকে তেমনই শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানারকম রোগে আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষজন, বিশেষত বয়স্ক ও শিশুরা। গ্রামবাসীদের দাবি বার বার দূষণ নিয়ন্ত্রণ করার আবেদন জানানো হয়েছে কারখানা কর্তৃপক্ষকে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাই অবশেষে গ্রামের মহিলারা একজোট হয়ে আন্দোলনে নেমেছেন।
এদিন মহিলারা একজোট হয়ে কারখানার গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। যার জেরে কাখানার শ্রমিকরা আটকে পড়েন। অন্যদিকে কারখানার বাইরেও শ্রমিকরা কারখানায় ঢোকার জন্য অপেক্ষা করতে থাকেন। বাইরে আটকে যায় কারখানার মালবাহী লরি। ঘটনাকে কেন্দ্র কের কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ দাবি করে তারা সবরকম দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে ও নিময় মেনেই কারখানা চালান। বহু বছর ধরে কারখানা চালু থাকলেও কখনো তাদের বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ ওঠেনি। এবার শীতের মরশুমে বৃষ্টি না হওয়ায় এমনিতেই বায়ু দূষণের মাত্রা বেড়ে গেছে। যদিও দূষণ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রামের মহিলারা।