নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ফের বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক কর্মচারীরা। সোমবার সপ্তাহের প্রথম দিন কারখানার মূল গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় সাতটি শ্রমিক সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত বার্ষিক বোনাসের দাবিতে পুজোর আগে থেকেই শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা চলছে দুর্গাপুর ইস্পাত কারখানায়। প্রতিবছর দুর্গাপুজোর আগে বোনাস দেওয়া হলেও এবার পুজোর বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ প্রতি বছরের মতো এবছর বোনাস কত হবে তা ঠিক করতে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা দিল্লিতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে যায়। কিন্তু বোনাস নিয়ে দুপক্ষ সহমত না হওয়ায় সেই বৈঠকে ভেস্তে যায়। পরবর্তী বৈঠকের দিন ঠিক হয় পুজো পর ১০ অক্টোবর।
অন্যদিকে পুজোর আগে বোনাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ডিএসপির শ্রমিক কর্মচারীরা। পুজোর আগে কারখানার সাতটি শ্রমিক সংগঠনের সদস্যরা লাগাতার পাঁচদিন বিক্ষোভে সামিল হয়। যার জেরে উৎপাদন ব্যহত হয় বলে অভিযোগ। আর এর জন্য শ্রমিকদের সরাসরি দায়ী করে বিক্ষোভে সামিল শ্রমিকদের কারন দর্শানোর নোটিশ জারি করে ডিএসপি কর্তৃপক্ষ। সেই নোটিশের বিরোধীতা করেও বিক্ষোভ দেখান শ্রমিকদের একাংশ। এমনকি অবিলম্বে ওই নোটিশ তুলে না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয় সাতটি শ্রমিক সংগঠনের যৌথমঞ্চ।
এরই মধ্যে সোমবার বোনাস নিয়ে পূর্ব নির্ধারিত বৈঠকের দিন ফের একযোগে একপ্রস্থ বিক্ষোভ দেখাল কারখানার সমস্ত শ্রমিক সংগঠনগুলির সদস্যরা। বৈঠকের আগে কর্তৃপক্ষকে চাপে রাখতেই এদিনের এই বিক্ষোভ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।