eaibanglai
Homeএই বাংলায়সরকারি উদ্যোগে শুরু হল পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

সরকারি উদ্যোগে শুরু হল পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এরাজ্য সহ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বহু প্রান্তিক এলাকার মানুষও ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। কখনো কখনো দুর্ঘটনার কবল সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় এইসব শ্রমিকদের। তখন তাদের চিহ্নিত করতে রাজ্য প্রশাসনের ঘুম ওড়ে। সেই সমস্যা সমাধানে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের কাজ শুরু করল সরকার। সরকারি এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি পরিযায়ী শ্রমিক ও তাদের পরিজনরা।

জানা গেছে রেজিস্ট্রেশনে শ্রমিকদের নাম ঠিকানা এবং কোন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন এবং কিসের কাজ করছেন সেই সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে। যার ফলে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে সেইসব শ্রমিকের পরিবারের সাথে দ্রুত যোগাযোগ করা যাবে এবং ভিন রাজ্যে শ্রমিকদের পাশে দাঁড়ানো যাবে।

সম্প্রতি মিজোরামে সেতু ভেঙে বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়, আবার উড়িষ্যতেও করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় বহু পরিযায়ী শ্রমিকের। তাদের মধ্যে এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক ছিল। তখন রাজ্যের সেইসব পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে অনেক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে এই নয়া উদ্যোগ সরকারের।

এদিন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনারায় মডেল দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধনে এসে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের বিষয়টি জানান জেলাশাসক এস অরুন প্রসাদ। এই মডেল দুয়ারে সরকার ক্যাম্প থেকেই শ্রমিকরা তাদের রেজিস্ট্রেশন করাতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments