নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– ডিএসপি মেন্টেনেন্স অফিসের কর্মীদের এবারের বিশ্বকর্মা পুজোর মণ্ডপের থিম তাক লাগালো। ‘চন্দ্র যান থ্রি’র আদলে মণ্ডপ সজ্জা নজর কেড়েছে সকলের।
প্রসঙ্গত প্রতিবছরই বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠে শিল্পশহর দুর্গাপুর। শিল্পশহরের কারখানাগুলিতে চলে বিশ্বকর্মার আরাধনা। ইস্পাতনগরী হিসেবে পরিচিত শহরের ডিএসপি কারখানার ভেতরেও একাধিক বিভাগের কর্মী থেকে আধিকারিকরা পুজোই মেতে ওঠেন। কিন্তু এবার ডিএসপি মেন্টেনেন্স অফিসে চিত্রটা একেবারে অন্যরকম ছিল। এবার ‘চন্দ্র যান থ্রি’র আদলে মণ্ডপ সজ্জা করে রীতিমতো তাক লাগিয়ে দেন মেন্টেনেন্স কর্মী আধিকারিকরা।
প্রসঙ্গত সফল ‘চন্দ্র যান থ্রি’তে ব্যবহার করা হয়েছে সেইল-এর স্টীল। যার শংসাপত্র দেওয়া হয়েছে ইসরো থেকে। যা তাদের বাড়তি উৎসাহ দিয়েছে বলে জানান পুজো উদ্যোক্তা কর্মী অধিকারিকরা।
অন্যদিকে প্রতিবারের মতো এবছরও বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে জমজমাট হয়ে ওঠে ডিএসপি কারখানার মেন্টেনেন্স বিভাগ। খিচুড়ি ভোগ বিলির পাশাপাশি আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।