নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্বকাপ ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ। ভারত অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ফাইনালকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর সেই উন্মাদনায় সামিল শহর দুর্গাপুরের এক মিষ্টান্ন প্রতিষ্ঠান। মামরা বাজারের মনোরমা সুইটস নামক মিষ্টান্ন প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে ক্ষীরের খোয়া দিয়ে বানানো বিরাট কোহলির মূর্তি ও বিশ্বকাপ ট্রফি যা শিল্পাঞ্চলবাসীর নজর কেড়েছে।
দোকান মালিক জানান পূর্বেও তারা ভারতবর্ষের চন্দ্র যানের সাফল্যকে উৎসর্গ করে বানিয়েছিলেন মিষ্টির চন্দ্রযান। ফুটবল বিশ্বকাপেও তারা বিভিন্ন খেলোয়াড়ের মূর্তি বানিয়েছিলেন মিষ্টি দিয়ে। তাই এবার ক্রিকেট বিশ্বকাপেও তাদের তৈরি বিরাট কোহলি ও ওয়ার্ল্ডকাপ ট্রফি দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।