নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় বিশ্ব মৃগী দিবস বা ওয়ার্ল্ড এপিলেপসি ডে। এই রোগ নিয়ে সাধারণের মধ্যে সচেতনার বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর পালন করা হয় দিনটি। ক্রমাগত এই মৃগী রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। বর্তমানে স্ট্রোক ও মাইগ্রেনের পর সবেথেকে বেশী সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু কি কারণে এই রোগ হয়, কীভাবে তা প্রতিরোধ করা যায় ইত্যাদি বিষয়গুলি অধিকাংশ মানুষেরই অজানা।
তাই বিশ্ব মৃগী দিবসে সাধারণ মানুষকে এই মৃগী বা এপিলেপ্সি নিয়ে সচেতন করতে মঙ্গলবার দুর্গাপুরের বি-ওয়ান মোড় সংলগ্ন একটি কমিউনিটি হলে আরোগ্যম নিউরোক্লিনিকের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে মৃগী রোগের বিষয়ের বিভিন্ন দিক গুলি তুলে ধরেন সংস্থার কর্ণধার বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডঃ প্রবীণ যাদব। পাশাপাশি এদিন ওই ক্লিনিকে
৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়। এছাড়াও স্থানীয় শিল্পীরা পথনাটিকার মাধ্যমে মৃগী রোগ সম্মন্ধিত কুসংস্কার বন্ধের প্রচার করেন।
এদিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ডিআইজি অজয় নন্দ , দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ,প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব , আইএমএ দুর্গাপুর শাখার প্রেসিডেন্ট তথা প্রাক্তন পুরমাতা ছবি নন্দী সহ শহরের বিশিষ্ট জনেরা।