নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুষ্কৃতীদের ডাকাতির উদ্দেশ্যে ভেস্তে দিল দুর্গাপুর থানার পুলিশ। ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা শনিবার রাতের। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে দুর্গাপুর থানার আমরাই সংলগ্ন এলাকায় দুই যুবক একটি চারচাকা গাড়িতে করে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশের টহলদারি গাড়ি। পুলিশের গাড়ি দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও বিফল হয়। দুজনকেই পাকড়াও করে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র, একটি ভোজালি সহ তালা ও দরজা ভাঙার যন্ত্রাংশ । বাজেয়াপ্ত করা হয় চার চাকার গাড়িটিও। ধৃতদের নাম রাজু শেখ ও সাহেব আনসারী। রাজু রানীগঞ্জের বাসিন্দা এবং সাহেব দুর্গাপুর থানার পাওয়ার হাউস বস্তির বাসিন্দা।
রবিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। ধৃতরা কোন চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ।





