eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে এবিএল সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা

দুর্গাপুরে এবিএল সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার দুর্গাপুরের এবিএল সমবায় সমিতির নির্বাচন ঘিরে বহিরাগতদের দাপটের অভিযোগ। গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল । এবার ১৫ টি আসনের জন্য ভোট হবে আগামী ২৪ তারিখ। এই ১৫ টি আসনের মধ্যে সিটু ৮টি ও আইএনটিইউসি ৭টি আসনে সমঝোতা করে লড়ছে। মোট ভোটার সংখ্যা ৬৫ জন।

এদিকে বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র তোলা ও জমা করার পক্রিয়া, চলবে আগামী কাল পর্যন্ত। আর এই দিনই মনোনয়ন পত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন সিপিআইএম-এর শ্রমিক সংগঠন সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-এর কর্মীরা।

এদিন বহিরাগতদের বিরুদ্ধে সিটু পার্টি অফিসের সামনে থেকে সিটু কর্মীদের সরে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল । কারা এই বহিরাগত? প্রশ্নের উত্তরে এবিএল-এর সিটুর সাধারণ সম্পাদক নবারুণ দে দাবি করেন, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তাঁকে ও তাঁদের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেওয়া হয়েছে। একই অভিযোগ করেন এবিএল-এর আইএনটিইউসি-র সাধারণ সম্পাক বিশ্বরূপ ভট্টাচার্যও।

যদিও বিরোধীদের দাদাগিরির অভিযোগ নস্যাৎ করে দিয়ে তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহা বলেন, “সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে মনোনয়নের কাজ চলছে। ওরা উদ্দেশ্য প্রনোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল। আমরা তাদের ভালোভাবে বলে দিই, যে এখান থেকে চলে যাও। তারা বেরিয়ে গেছে।”

এবিএল সমবায় সূত্রে অবশ্য জানা গেছে, এদিন কোনো দলের পক্ষ থেকে কেউ মনোনয়ন দাখিল করেননি।

অন্যদিকে এদিনের ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবিএল সমবায় সমিতির অফিসের সামনে। খবর পেয়ে নিউটাউনশিপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments