নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর এবিএল কারখানা যা বর্তমানে জি ভারনোভা ইন্ডাস্ট্রি নামে পরিচিত, বহুদিন ধরে এই কারখানার নিজস্ব কলোনি এবিএল টাউনশিপের আবাসনগুলিতে বসবাস করছেন কারখানারই অবসরপ্রাপ্ত কর্মীরা। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করে এইসব প্রাক্তন কর্মচারীদের দ্রুত আবাসন ছাড়তে বলা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। প্রতিবাদে সরব হয়েছে কারখানার তৃণমূল শ্রমিক সংগঠন। অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে বেআইনি ভাবে উচ্ছেদ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে আইএনটিটিইউসি নেতৃত্ব।
শুক্রবার সন্ধ্যায় এই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে এবিএল টাউনশিপে আইএনটিটিইউসির উদ্যোগে এবিএলের প্রাক্তন কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক এবং শিল্পাঞ্চলের শ্রমিক নেতা দীপঙ্কর লাহা।
এদিন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক এদিন বলেন,”কারখানা কর্তৃপক্ষের নোটিশ একেবারেই অবৈধ। এভাবে কাউকে উচ্ছেদ করা যায় না। কর্মীদের স্বেচ্ছাবসর দেওয়ার সময়ই আবাসনে থাকার চুক্তি করেছিল কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুসারে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় কর্মীদের কাছ থেকে। অবসরপ্রাপ্ত কর্মীরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই আবাসনে রয়েছেন। এমনকি আবাসনে থাকার জন্য নিয়মিত মেইনটেনেন্স ও লিজ বাবদ ফিজও দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল শ্রমিক সংগঠন এই সব অবসরপ্রাপ্ত মানুষজনের পাশে আছে। এবং এই অবৈধ উচ্ছেদ কোনো মতেই হতে দেওয়া হবে না।”
এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন এবিএলের প্রায় কয়েকশো অবসরপ্রাপ্ত কর্মচারী। কেউ ৩০ বছর কেউ ৪০ বছর ধরে কারখানার আবাসনে বসবাস করছেন । তৃণমূল শ্রমিক সংগঠনকে পাশে পেয়ে মনে বল পেলেও আচমকা এই উচ্ছেদ নোটিশে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই।





