নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল স্কুটি চালক যুবকের। মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ(২৪)। কাঁকসার রূপগঞ্জ এলাকার বাসিন্দা।
জানা গেছে, সোমবার দুপুরে ওই যুবক স্কুটি নিয়ে কুলডিহার দিক থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিল। তখনই প্রচন্ড গতিতে থাকা একটি ফাঁকা ডাম্পার মুচিপাড়ার দিক থেকে কুলডিহার দিকে যাচ্ছিল। রূগগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাম্পারটি স্কুটিতে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন স্কুটি চালক। খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে ওই দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ ব্যস্ততম ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ডাম্পারটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় ঘাতক ডাম্পারের চালক ও খালাসি। তাদের খোঁজ তল্লাশি শুরু হয়েছে।


















