নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্কুল ছাত্রীকে ধাক্কা বেপরোয়া ডাম্পারের, গুরুতর জখম অষ্টম শ্রেণির ছাত্রী। শানিবার সকালে এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুর থানা এলাকার এস এন ব্যানার্জি রোডে।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল এলাকার বাসিন্দা অষ্ঠম শ্রেণির ছাত্রী জয়শ্রী বাউরী। সেই সময় মাল বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রীকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয় ওই ছাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে ওই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দিনের বেলায় ওই রাস্তা দিয়ে ভারি যান বাহন চলাচালে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সঞ্জয় গড়াই নামের এক বিক্ষোভকারী বলেন,”প্রতিদিন ব্যস্ত এই রাস্তা দিয়ে ভারি ভারি গাড়িগুলি হেঁটে ডোবা শিল্পতালুকে যায়। অথচ ট্রাফিক নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আতঙ্ক থাকে। আজ এই বাচ্চা মেয়েটার মতো আগামীকাল যে কেউ এরকম দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা চাই দিনের বেলায় এই ভারি ট্রাক যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত না করে।” এর পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানান স্থানীয়রা।
এদিকে ব্যস্ত সময়ে পথ অবরোধের খবর পেয়ে ছুটে যায় দুর্গাপুর থানা ও দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়।


















