নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে। এডিডিএর জমিতে বেআইনি দোকান উচ্ছেদের জেরে সামনে এসেছে এমনই অভিযোগ। যা নিয়ে শোরগোল শিল্পাঞ্চলে।
প্রসঙ্গত মঙ্গলবার দুর্গাপুর জংশন শপিং মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে দেওয়া হয়। এদিনের এই দখলদারি উচ্ছেদে অভিযান চালানোর সময় ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা। তাদের অভিযোগ ওই এলাকায় দোকান করার জন্য প্রতিমাসে তাদের কাছ থেকে পাঁচ হাজার করে নিতেন তৃণমূল নেতা দেবাংশু রায়। প্রতি মাসে হাজার হাজার টাকা দেওয়ার পরও কেন তাদের দোকান ভেঙে দেওয়া হল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
যদিও তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে দায় এড়িয়ে যায়। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের ঘটনা দল কখনওই সমর্থন করে না।যদি তোলাবাজির অভিযোগ সত্যি হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানানো হবে।
অন্যদিকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত নেতা দেবাংশু রায়। তিনি দাবি করেন ওই এলাকায় দোকান প্রায় দশ বছর আগে গড়ে ওঠে। সেই সময় তার বয়স কম ছিল, তিনি দলটল করতেন না। তাই তোলাবাজির কোন প্রশ্নই ওঠে না। তবে ওই এলাকায় তিনি বন্ধুদের সঙ্গে গল্পগুজব করতে যেতেন বলে মেনে নিয়েছেন।


















