নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুজোর আগে দুর্গাপুরের ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ উদ্যোগ নিল এডিডিএ। দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি (রায় গুমটি) এলাকায় ১০টি স্থায়ী দোকানের চাবি তুলে দেওয়া হল উপভোক্তার হাতে। সিটিসেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ওই চাবি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
স্থায়ী দোকান পেয়ে খুশি উপভোক্তারা জানান, এই দোকানগুলির মাধ্যমে তাঁরা তাঁদের ব্যবসা আরও সুরক্ষিত ও স্থিতিশীল করতে পারবেন। যা তাঁদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো থাকায় এই সময় গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ে আরো উন্নতি সাধন হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।





